বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

অভিশপ্ত প্রেম/Asad Rahman

শিশির বিছানায় জীবন বিশ্বাসঘাতকতা   শহীদদের হত্যা করার জন্য মাটি লাল হয়ে গেছে,   অন্তরে অবাধ্য প্রেম জেগে ওঠে   সংক্রামিত ভ্রূণের কাছে স্বাধীনতার বীজ বপন করুন।   অভিমানী মা আজ অজ্ঞান হয়ে কাঁদছেন   স্বাধীনতার নীচে নিমজ্জন কি অপ্রয়োজনীয়?   ফাগুনের আগুনে মাটি পুড়ে ছাই হয়ে গেছে   অকাল মৃত্যুর নীতিমালা!   স্বপ্নের রঙ ফিকে হয়ে যায়   শাপালা দোয়েল অন্যায়ভাবে কেঁদেছিলেন,   সুশাসনের স্বাদ নেই; তারা মুগ্ধ করে তাদের গ্রাস করে   গনচিল ও ইলিশের ঝাঁক প্যাডেলে আসেনি   মহাজন অহংকার করে সুখের দলে   প্রভুকে উপেক্ষা করা, নিন্দার প্রতি অন্ধ হতে,   এই প্রথাতে এখন অনিয়ম নিয়ম   খোঁড়া জাতির দেশ আমার কাঁপতে ভয় পাচ্ছে!   মানুষ যদি মানুষকে বিশ্বাস না করে, ঘৃণা ঘৃণা বাড়ে   সুখের অভিব্যক্তিতে সত্য বোঝার দরকার নেই!   জাতি সর্বদা অশ্লীলতার অভিশাপে কেঁদেছিল   জীবনে কেউ কী করবে এবং বিপর্যয় ডুবে যাবে?

কোন মন্তব্য নেই: